Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আখাউড়ায় সাবেক আইনমন্ত্রী ও মেয়রের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৭:৪৮ পিএম


আখাউড়ায় সাবেক আইনমন্ত্রী ও মেয়রের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আখাউড়ায় যুবদল নেতা হাদিস হত্যাকাণ্ডের ঘটনায় ১০ বছর পর থানায় অভিযোগ দায়ের হয়েছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার ঘনিষ্ঠ সহচর পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ ১০ জনের নাম উল্লেখ করে অভিযোগ দাখিল করা হয়।

এই অভিযোগে অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। হাদিসের বড় ভাই পৌর কাউন্সিলর বাহার মিয়া এই তথ্য জানিয়েছেন।

বুধবার আখাউড়া থানার অফিসার্স ইনর্চাজ মো. সোহেল রানা এই অভিযোগের সত্যতা নিশ্চিত বলেন- মঙ্গলবার এই সংক্রান্ত একটি অভিযোগ আমরা পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

ইএইচ

Link copied!