Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

হাতিয়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে বৃদ্ধ নিহত

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৮:১৬ পিএম


হাতিয়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে বৃদ্ধ নিহত

দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রতিপক্ষের হামলায় জায়গা জমি বিষয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষের জেরে আবুল কালাম নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত আবুল কালাম মোল্লা (৭০) জাহাজমারা ইউনিয়নের ৯নং ওয়ার্ড নতুন সুখচর আজিমনগর গ্রামের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।

বুধবার সকালে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নতুন সুখচর আজিমনগর এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতের সন্তান রাশেদ উদ্দিন জানান, কামাল মোল্লা স্থানীয় সাবেক চেয়ারম্যান আবুল কালামের বর্গা জমি দীর্ঘদিন থেকে চাষ করে আসছেন। ঘটনার দিন জমিতে ধান রোপণের জন্য গেলে প্রতিপক্ষ প্রতিবেশী বস্তাওয়ালাগো বাড়ির ফাহিম, রহমান, বাবর, আনোয়ার, কমলা, নাজমা, মনোয়ারা, ও সুফিয়াসহ তার ঘর ভাঙচুর করে দখল করে।

খবর পেয়ে কামাল মোল্লা বাড়িতে গেলে প্রতিপক্ষ অতর্কিত হামলা চালিয়ে রশি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে। পরে আলতাফসহ অন্যান্যরা গুরুতর আহত অবস্থায় কামাল মোল্লাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে একজন নিহত হন। নিহতের ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!