Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চাঁদপুরে বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও ওষুধ বিতরণ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৮:২৯ পিএম


চাঁদপুরে বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও ওষুধ বিতরণ

চাঁদপুরের নদীর তীরবর্তী এলাকায় বন্যার্তদের মাঝে বিজয়ীর ভালোবাসার ত্রাণ বিতরণ করেছে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার নারী উদ্যোক্তারা।

বুধবার সকাল থেকে বন্যা পরবর্তী পরিস্থিতি দেখে বাড়ি বাড়ি ঘুরে এসব ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণে মধ্যে রয়েছে- নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী শুকনো খাবার, বিস্কুট, মুড়ি, খাবার স্যালাইন, বয়স্ক ও বাচ্চাদের জন্য জামাকাপড়, স্যানিটারি ন্যাপকিন, প্রয়োজনীয় ওষুধসহ প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য প্রয়োজনীয় রসদ।

বিজয়ীর প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান বিজয়ীর উপদেষ্টা নিলূফার করিম, তাহমিনা মীম, মুন্নি নাসিরসহ টিম বিজয়ীর সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন- বিজয়ী নারীদের স্বাবলম্বী করার পাশাপাশি সকল রকম প্রাকৃতিক দুর্যোগে সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাড়িয়েছে ইনশাআল্লাহ ভবিষ্যতেও দাঁড়াবে। আমাদের এই ভালাবাসার উপহার শুধুমাত্র বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য নয়, নদীর পাড়ে যারা বসবাস করে সবাই জোয়ারের পানিতে পানিবন্দি থাকে প্রায় সময়ই, তাদের কষ্টের সীমা নেই। আসুন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে নদীর তীরবর্তী বাসিন্দাদের পাশে দাঁড়াই।

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উপদেষ্টা মুন্নি নাসির, বিজয়ী এর স্বপ্নদ্রষ্টা আশিক খান, ইন্টারেক্ট ক্লাব অব চাঁদপুরের প্রেসিডেন্ট সাহিরা নাসির, মাহমুদা আক্তার, তানিশা খান, সুইটি, বর্ষা আক্তার, সেতু, কান্তা, আরোহী ইসলাম, ঝিলি আক্তার, মাহাতাব, আনিসুর রহমান, রেদাদ উদ্দিনসহ বিজয়ীর সদস্যরা।

ইএইচ

Link copied!