Amar Sangbad
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫,

কুড়িগ্রামে গাঁজাসহ গ্রেপ্তার ১

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৯:১৬ পিএম


কুড়িগ্রামে গাঁজাসহ গ্রেপ্তার ১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি নুর আলমকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদককারবারি হলেন- ফুলবাড়ী নওদাবশ গ্রামের মাদক কারবারি মো. নুর আলম (৪৫)।

বুধবার জেলা পুলিশ মিডিয়া জানায়, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানাধীন ৩নং ফুলবাড়ী ইউনিয়নের পানিমাছকুটি মৌজাস্থ ফুলবাড়ী হতে পানিমাছকুটিগামী পাঁকা রাস্তার উপর থেকে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ফুলবাড়ী নওদাবশ গ্রামের মাদক কারবারি মো. নুর আলমকে (৪৫) হাতেনাতে গ্রেপ্তার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাজ্জাদ হোসেন বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

ইএইচ

Link copied!