Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

সাবেক এমপি গোপাল ও সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৯:২৩ পিএম


সাবেক এমপি গোপাল ও সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

দিনাজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাহারোল উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ কে এম ফারুকসহ ২০ জনের বিরুদ্ধে এজাহারভুক্ত করে একটি দস্যুতা মামলা দায়ের হয়েছে।

এজাহারে উল্লিখিত মামলার আসামিরা হচ্ছন, দিনাজপুর বীরগঞ্জ- কাহারোল আসনের সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম ফারুক, ৬নং ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বাবুল, ৫নং ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, ৩নং ইউপি চেয়ারম্যান জাহিদুজ্জামান লিমন সরকার, ৬নং উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান, ৫নং সুন্দরপুর ইউনিয়ন সভাপতি মাজিদুল ইসলাম, আমিনুল ইসলাম, মো. রতন, খোকন রায়, সুশীল বাবু, প্রদীপ রায়, মহাদেব রায়, বিকাশ রায়, দীপক রায়, শক্তি রায়ের ছেলে ধনেশ্বর রায়, রাজকুমারের ছেলে মিঠুন রায়, বজনাত সিংহ।

ইএইচ

Link copied!