Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গণঅভ্যুত্থানের একমাস, শিক্ষার্থীদের ‘শহীদি মার্চ’ কর্মসূচি

দোহার নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

দোহার নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

সেপ্টেম্বর ৫, ২০২৪, ০২:২৭ পিএম


গণঅভ্যুত্থানের একমাস, শিক্ষার্থীদের ‘শহীদি মার্চ’ কর্মসূচি

ঢাকার নবাবগঞ্জে বৃহস্পতিবার বেলা ১২ টায় ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষ্যমবিরোধী শিক্ষার্থীরা।

এ উপলক্ষ্যে দোহার নবাবগঞ্জ কলেজ গেট থেকে নবাবগঞ্জ ঢাকা আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত জাতীয় পতাকাসহ শহীদি মার্চের র‌্যালি করে শিক্ষার্থীরা। পরে নবাবগঞ্জ শহীদ মিনারে পথসভা করে।

এসময় বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, বহু রক্তপাতের মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে সম্ভাবনাময় আমাদের নতুন বাংলাদেশ। জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনে আগস্টে রূপ  নেয়, সরকার পতনের এক দফা দাবিতে।

টিকে থাকার সব চেষ্টা ব্যর্থ হলে ৫ আগস্ট ভারতে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। এসময় দোহার নবাবগঞ্জ কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিআরইউ

Link copied!