Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ছাত্র আন্দোলনে নিহত দুই পরিবারকে আর্থিক সহায়তা দিলেন চিকিৎসকরা

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

সেপ্টেম্বর ৫, ২০২৪, ০২:৪৬ পিএম


ছাত্র আন্দোলনে নিহত দুই পরিবারকে আর্থিক সহায়তা দিলেন চিকিৎসকরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাকিব হেসেন ও ফয়সাল আহমেদ শান্তর পরিবারের সাথে মতবিনিময় সভা ও আর্থিক সহায়তা প্রদান করেছেন বরিশাল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলা শাখার সভাপতি ডা. মো. কবিরুজ্জামানের সভাপতিত্বে ও ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. শাওন বিন রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, ডা. নজরুল ইসলাম, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ডা. রেজা, ডা. জাহিদ হাসানসহ নিহত দুজনের বাবা।

মতবিনিময় সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ শান্তর পরিবারকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলা কমিটির পক্ষ থেকে দুই লাখ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

পরে ছাত্র আন্দোলনে নিহতদের সকলের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইএইচ

Link copied!