Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

৫ দিন পর চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ফেরি চলাচল শুরু

রাঙামাটি ও রাজস্থলী প্রতিনিধি

রাঙামাটি ও রাজস্থলী প্রতিনিধি

সেপ্টেম্বর ৫, ২০২৪, ০৩:০৬ পিএম


৫ দিন পর চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ফেরি চলাচল শুরু

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার উভয়দিকে কর্ণফুলি নদীর উপর নৌপথে যাতায়াতের জন্য ব্যবহৃত ২টি ফেরি নদীতে তীব্র স্রোতের কারণে গত ৫ দিন ধরে বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে চলাচল শুরু হয়েছে।

কাপ্তাই লেকে পানি বৃদ্ধির ফলে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়ায় কর্ণফুলী নদীতে তীব্র স্রোত থাকায় গত ৩১ আগস্ট থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।

রাঙামাটি সড়ক ও  জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, কর্ণফুলী নদীতে কিছুটা স্রোত কমে আসায় আজ সকাল ৮টা হতে ফেরি চলাচল শুরু করা হয়েছে। ফেরি চলাচল শুরু হওয়ায় রাঙ্গামাটি-রাজস্থলী-বান্দরবান সড়কে সরাসরি যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে কর্ণফুলী নদীতে জোয়ার আসলে ফেরির গ্যাংওয়েতে পানি উঠে গেলে তখন কিছু সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হতে পারে।

ইএইচ

Link copied!