Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নাগরপুরে শহীদি মার্চ পালন

নাগরপুর (প্রতিনিধি) টাঙ্গাইল

নাগরপুর (প্রতিনিধি) টাঙ্গাইল

সেপ্টেম্বর ৫, ২০২৪, ০৩:১৩ পিএম


নাগরপুরে শহীদি মার্চ পালন

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে টাঙ্গাইলের নাগরপুরে শহীদি মার্চ পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার সকালে নাগরপুর যদুনাথ সরকারি স্কুলের বকুলতলা প্রাঙ্গণ থেকে একটি রোডমার্চ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এতে আন্দোলনে ছাত্রদের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্ররা।

এছাড়াও আন্দোলনে যারা আহত রয়েছেন তাদের সুচিকিৎসার দাবি জানানো হয় মিছিল পরবর্তী সমাবেশ থেকে। দেশ বিরোধী ষড়যন্ত্রে যারা লিপ্ত তাদের বিরুদ্ধে ছাত্রদের কঠোর অবস্থানে থাকার আহ্বান জানানো হয় কর্মসূচি থেকে।

ইএইচ

Link copied!