Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জয়পুরহাটে গাঁজা গাছসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

সেপ্টেম্বর ৫, ২০২৪, ০৩:৩৯ পিএম


জয়পুরহাটে গাঁজা গাছসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটের ২টি গাঁজা গাছসহ মাদক কারবারি আলিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

গ্রেপ্তার আলিম আকন্দ জয়পুরহাট জেলার সদর থানাধীন ফানাইকুশলিয়া ঘোনাপাড়া এলাকার মৃত দাইমুল্লাহর ছেলে।

র‌্যাব জানান, গত কয়েকদিন ধরে র‌্যাব -৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে গোপন সংবাদের ভিত্তিতে ফানাইকুশলিয়া ঘোনাপাড়া এলাকা থেকে গতকাল রাতে র‌্যাবের একটি আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাকে আটক করে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তার বসতবাড়িতে তল্লাশি করে বাড়ির আঙিনা থেকে অবৈধ মাদকদ্রব্য ১.১ কেজি ওজনের ২ গাঁজা গাছ উদ্ধার করে।

আলিম একজন চিহ্নিত মাদক কারবারি। সে নিজ বসত বাড়িতে গাঁজা চাষ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

ইএইচ

Link copied!