Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রামপাল উপজেলা মৎস্য দপ্তরের মাছের পোনা অবমুক্ত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

সেপ্টেম্বর ৫, ২০২৪, ০৪:১৭ পিএম


রামপাল উপজেলা মৎস্য দপ্তরের মাছের পোনা অবমুক্ত

বাগেরহাটের রামপালে সরকারিভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা মৎস্য দপ্তরের ২০২৪-২০২৫ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা বিভিন্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার সদর দীঘিতে এ মাছের পোনা অবমুক্তির উদ্বোধন করেন।

এ সময় রুই, কাতল, গ্রাস কার্প মাছসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অসিম কুমার ঘোষ, প্রেসক্লাব রামপালের সভাপতি এম. এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, মৎস্য বীজ উৎপাদন খামার ব্যবস্থাপক নির্মল কুমার কুন্ডু প্রমুখ।

নির্বাচিত ২১টি পুকুর ও জলাশয়ে ৪০০ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিনিয়র ওই মৎস্য কর্মকর্তা অসীম কুমার ঘোষ।

ইএইচ

Link copied!