Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

বরিশালে বৃক্ষমেলার উদ্বোধন

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

সেপ্টেম্বর ৫, ২০২৪, ০৫:৫৮ পিএম


বরিশালে বৃক্ষমেলার উদ্বোধন

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এ স্লোগান নিয়ে বরিশালে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।

বৃহস্পতিবার সকালে সামাজিক বন বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে বরিশাল নগরীর বান্দরোডস্থ বেলস পার্ক থেকে একটি র‌্যালি বের হয়ে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

সেখানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. শওকত আলী ফিতা কেটে, ফেস্টুন ও বেলুন উড়িয়ে বৃক্ষমেলা উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মেলায় ৫০টি স্টল রয়েছে।

পরে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সভাকক্ষে বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলামসহ অন্যরা।

ইএইচ

Link copied!