Amar Sangbad
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫,

নালিতাবাড়ীতে ইসলামী ব্যাংক ও হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াতের মতবিনিময়

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ৫, ২০২৪, ০৬:৩২ পিএম


নালিতাবাড়ীতে ইসলামী ব্যাংক ও হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াতের মতবিনিময়

‘গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন’ এ প্রতিপাদ্যে ইসলামী ব্যাংক নালিতাবাড়ী শাখা গ্রাহক সেবা মাস হিসেবে মতবিনিময় সভা করেছেন।

ব্যাংকের অভ্যন্তরে বুধবার সন্ধ্যায় এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- ব্যাংকের এ্যক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাদির সরদার।

ব্যাংক ম্যানেজার মঞ্জুরুল মুর্শেদ, জামায়াতে ইসলামী নালিতাবাড়ী শাখার আমির মাওলানা আফসার উদ্দীন, সাবেক মেয়র ও ভিপি বিএনপি নেতা আনোয়ার হোসেনসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ব্যাংকের গ্রাহক এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এদিকে রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলার শূরা ও কর্ম পরিষদ সদস্য, শেরপুর জেলার সাবেক আমীর-শাহাদাত হোসাইন প্রধান অতিথি হিসেবে শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরের হল রুমে নালিতাবাড়ী সনাতনী সম্প্রদায়ের সাথে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে মতবিনিময় সভা করেছেন।

সভায় সনাতনী ধর্মাবলম্বীদের নিশ্চিন্তায় ও নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের কথা বলেছেন। জামায়াত তাদের সাধ্যমতো সার্বিক সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন।

এ সময় জামায়াতের নালিতাবাড়ী শাখার সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসাইন বিএসসি, প্রচার সম্পাদক আইয়ুব আলী, উলামা পরিষদের সভাপতি মাওলানা সাইদুল ইসলামসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!