Amar Sangbad
ঢাকা সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪,

শিক্ষক লাঞ্ছিত হলে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা বৈষম্যবিরোধীদের

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রতিনিধি

সেপ্টেম্বর ৫, ২০২৪, ০৮:৪৭ পিএম


শিক্ষক লাঞ্ছিত হলে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা বৈষম্যবিরোধীদের

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার বা নাম ব্যবহার করে কোন শিক্ষক লাঞ্ছিতের ঘটনা ঘটালে তার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এমন ঘটনা কেউ ঘটালে তাদের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলারও ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা সমন্বয়করা।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন নেতৃবৃন্দ।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলার সমন্বয়ক মো. রাজিজুল ইসলাম জানান, ৫ আগস্টের পর কিছু স্বার্থান্বেষী মহল আমাদের নাম ও ব্যানার ব্যবহার করে কিছু বিশৃঙ্খল বেআইনি করছে বলে আমরা শুনছি। এক্ষেত্রে আমাদের সুস্পষ্ট ঘোষণা ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কোনভাবেই কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের মর্যাদাহানি বা লাঞ্ছিতের ঘটনা ঘটানো যাবে না।

কুষ্টিয়া সরকারি কলেজের সমন্বয়ক রেজা হাসান বলেন, ‘কেন্দ্রে থেকে আমাদের নির্দেশনা দিয়েছেন যে এই সংগঠনের নাম ব্যবহার করে কোন ছাত্র শিক্ষকের উপর হামলা বা লাঞ্ছিত করলে আমরা সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।

নাম প্রকাশ না করার শর্তে কুষ্টিয়া সরকারি কলেজের এক ছাত্র নেতা বলেন, ‘গত কয়েকদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কলেজের প্রিন্সিপাল স্যারের বিরুদ্ধে নানাবিধ গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা খোঁজ নিয়ে জানতে পারি কলেজের কতিপয় শিক্ষক হীনস্বার্থ চরিতার্থ করার জন্য ঝোপ বুঝে কোপ বসাতে সময়ের সদ্ব্যবহার করতে চাইছে।

ইএইচ

Link copied!