Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাহবুবুল আলম হানিফের ভাইয়ের বাসা থেকে গৃহকর্মী উদ্ধার

ভেড়ামারা প্রতিনিধি

ভেড়ামারা প্রতিনিধি

সেপ্টেম্বর ৫, ২০২৪, ০৮:৫৩ পিএম


মাহবুবুল আলম হানিফের ভাইয়ের বাসা থেকে গৃহকর্মী উদ্ধার

কুষ্টিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও (মাহাবুবুল আলম হানিফের চাচাতো) ভাই আতাউর রহমান আতার বাসা বাড়ির কাজের মেয়ে সুখিলা খাতুনকে পাওয়া গেছে।

সুখিলার বাবা আ. রশিদ বলেন, সুখিলাকে হত্যা করে গুম করা হয়েছে অভিযোগ তোলে সুখিলার বাবা কুষ্টিয়া সদর থানায় অভিযোগ করেন। তার ভিত্তিতে অনলাইনসহ বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

বৃহস্পতিবার সকাল ১১টার সময় আ.লীগ নেতা আতার ভেড়ামারা ১৬ দাগ গ্রামের বাড়ি থেকে কাজের মেয়ে সুখিলা খাতুনকে তার বাবা আব্দুর রশিদ, মাতা রোকসানা খাতুন এসে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে অক্ষত অবস্থায় ভেড়ামারা থেকে কুষ্টিয়ায় নিজ বাড়িতে নিয়ে যায়।

এ সময় সাংবাদিক সম্মেলনে কাজের মেয়ে সুখিলা খাতুন বলেন- আমি আতা সাহেবের বাসা বাড়িতে কাজ করতাম। অনেক ভালো ছিলাম। তারা আমার উপর কোন রকম অত্যাচার করেনি। আমি ভালো আছি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী বলেন, দুপুরে থানায় সুখিলা খাতুনকে নিয়ে তার বাবা মা থানায় হাজির হয়। বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ইএইচ

Link copied!