Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে পৌর প্রশাসকের মতবিনিময়

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

সেপ্টেম্বর ৫, ২০২৪, ০৯:০৭ পিএম


খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে পৌর প্রশাসকের মতবিনিময়

খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার দুপুরের দিকে খাগড়াছড়ি পৌরসভার আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় খাগড়াছড়ি পৌর নির্বাহী কর্মকর্তা পারভীন আক্তার খন্দকারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা।

এ সময় খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জহুরল আলম ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি শাহরিয়ার ইউনুছ, খাগড়াছড়ি প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সমীর মল্লিক, খাগড়াছড়ি প্রেসক্লাবের অর্থ সম্পাদক রিপন সরকার, আলোকিত পাহাড়ের সম্পাদক ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাজু, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের নির্বাহী সদস্য জসীম উদ্দিন জয়নাল,  মোবারক হোসনেসহ জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা পৌর শহরের বিভিন্ন সমসাময়িক সমস্যা নিয়ে আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, আইনবিধি মেনে পৌরসভাকে জনবান্ধব করার জন্য যা যা করণীয় তা করা হবে।

তিনি আরও বলেন, খাগড়াছড়ি পৌরসভা হবে রাজনৈতিক প্রভাবমুক্ত। সে সাথে নিশ্চিত করা হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা সরকারের মূল্য উদ্দেশ্য স্থানীয় সরকার ব্যবস্থাপনা সংস্কার করে জনমুখী ও কল্যাণকর করা। এজন্য সকল সাংবাদিক ভাইদের সাথে নিয়ে কাজ করার আহ্বান জানান।

ইএইচ

Link copied!