Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাটিরাঙ্গার চার ইউপি চেয়ারম্যান কারাগারে

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

সেপ্টেম্বর ৫, ২০২৪, ১১:৫৮ পিএম


মাটিরাঙ্গার চার ইউপি চেয়ারম্যান কারাগারে

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর বিএনপি নেতাকর্মীদের দায়ের করা ভাঙচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার চার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে গেলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণ করেন।

চেয়ারম্যানরা হলেন, মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পেয়ার আহাম্মদ মজুমদার, তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত উল্লাহ ও গোমতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.  তফাজ্জল হোসেন।

আসামিদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহিন হোসেন বলেন, গত ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণ করেছেন। তাদের বিরুদ্ধে মারধর, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা হয়েছে।

ইএইচ

Link copied!