Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মির্জাগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

সেপ্টেম্বর ৬, ২০২৪, ০২:৫৭ পিএম


মির্জাগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আওয়ামী লীগ শাসনামলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রীর নামে স্থাপিত নামফলক ভাঙচুর ও লুটপাটের অভিযোগসহ ভাঙচুরকৃত নামফলক ও দলীয় কার্যালয় পুনঃস্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় উপজেলার সুবিদখালী কলেজ রোডস্থ বিএনপির অস্থায়ী কার্যালয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ সভাপতি মো. আনোয়ার হোসেন সিকদার, সাবেক সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ নুরু মৃধা, যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস, সদস্য সচিব গাজী মো. আতাউর রহমানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!