Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শিল্পাঞ্চলে বিশৃঙ্খলার অভিযোগে আটক ৮

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

সেপ্টেম্বর ৬, ২০২৪, ০৩:৪০ পিএম


শিল্পাঞ্চলে বিশৃঙ্খলার অভিযোগে আটক ৮

ঢাকার উপকণ্ঠ শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক শিল্পের ধারাবাহিক শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে যৌথ বাহিনী। সেই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে ৮ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাসুদুর রহমান।

এর আগে, বৃহস্পতিবার বিকালে আশুলিয়ার জামগড়া ও রাতে পলাশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে দুইজনের বিরুদ্ধে টাকার বিনিময়ে বহিরাগতদের ভাড়া করে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগ রয়েছে।

আটকরা হলেন- আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মমতাজ উদ্দিনের ছেলে মোখলেসুর রহমান (৬০) ও ফজলুল হকের ছেলে আবু হানিফ মিয়া (৪৭)। বাকি ৬ জনের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় অস্থিরতা সৃষ্টি করছে একটি চক্র। যারা বিগত সরকারের আমলেও এই ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করেছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে বহিরাগতদের ভাড়া করে তারাই পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করছে। খোঁজখবর নিয়ে গত রাতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে আশুলিয়ার পলাশবাড়ী থেকে ২ জনকে আটক করে। এর আগে বিকাল জামগড়া থেকে ৬ জনকে আটক করা হয়। আটকদের রাতেই থানায় হস্তান্তর করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাসুদুর রহমান বলেন, নাশকতার জন্য অর্থের যোগানদাতা হিসেবে দুজনসহ নাশকতাকারী সন্দেহে আরও ৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী। রাতে সবাইকেই আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ (শুক্রবার) আদালতে পাঠানো হবে।

ইএইচ

Link copied!