Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চাটমোহর উপজেলার পাঁচটি ইউনিয়নে প্রশাসক নিয়োগ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

সেপ্টেম্বর ৬, ২০২৪, ০৪:৪০ পিএম


চাটমোহর উপজেলার পাঁচটি ইউনিয়নে প্রশাসক নিয়োগ

পাবনার চাটমোহর উপজেলার ৫টি ইউনিয়নে প্রশাসক নিয়োগ করা হয়েছে।

ইউনিয়নগুলো হলো হরিপুর, ছাইকোলা, মথুরাপুর, ফৈলজানা ও মুলগ্রাম।

পাবনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার এক পত্রে এ সকল ইউনিয়নে চাটমোহর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান শাকিলকে প্রশাসক হিসেবে নিয়োগ দেন।

ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয় তাকে।

চাটমোজর উপজেলার হরিপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মো. মকবুল হোসেন ও মথুরাপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.  শাহ আলম গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই পরিষদে অনুপস্থিত। একই অবস্থা ফৈলজানা ইউপি চেয়ারম্যান মো. হাফিজুর রহমানের। ছাইকোলা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান নুরু একদিন অফিসে আসলেও জনরোষে পালিয়ে যান।  

অপরদিকে মুলগ্রাম ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রাশেদুল ইসলাম বকুল এতদিন নিয়মিত পরিষদে গিয়ে অফিস করলেও গত বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বিক্ষোভ করে পরিষদে তালা ঝুলিয়ে দেন।

বৃহস্পতিবার তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এসে প্রশাসক নিয়োগের দাবি জানান।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেদুয়ানুল হালিম উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে প্রশাসক নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইএইচ

Link copied!