Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গণঅধিকার পরিষদ ট্রাক প্রতীক পাওয়ায় ভূঞাপুরে আনন্দ র‍্যালি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ৬, ২০২৪, ০৫:২৬ পিএম


গণঅধিকার পরিষদ ট্রাক প্রতীক পাওয়ায় ভূঞাপুরে আনন্দ র‍্যালি

যেখানেই অনিয়ম, দুর্নীতি, দখলদারিত্ব, ভাঙচুর ও অগ্নিসংযোগ হবে সেখানেই গণঅধিকার পরিষদ প্রতিরোধ গড়ে তুলবে। বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের মধ্যেদিয়ে ছাত্র জনতাদের সাথে নিয়ে আমরা যেভাবেই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগ ঘটিয়েছি। সামনে আর যদি  কোন স্বৈরাচারের জন্ম হলে আওয়ামী লীগেকে যেভাবে পতন ঘটিয়েছি আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকেও হটিয়ে দিবো। দেশে আর কোনো দুর্নীতিবাজ ও স্বৈরাচারের জায়গা দেওয়া হবে না। গণঅধিকার পরিষদ ট্রাক প্রতীক পাওয়ায় টাঙ্গাইলের ভূঞাপুরে আনন্দ র‍্যালি শুরুতে সাংবাদিকদের এসব কথা বলেন- গণঅধিকার পরিষদের প্রচার সম্পাদক শাকিল উজ্জামান।

বলেন- যারা দুর্নীতি করার চিন্তাভাবনা করেন তার ৫ আগস্টের গণভবনের কথা মনে রাখবেন। বৈষম্যহীন সোনার বাংলা গড়তে যা করা দরকার গণঅধিকার পরিষদ সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবেন বলেও জানান তিনি।

পরে গণঅধিকার পরিষদ ট্রাক প্রতীক পাওয়ায় শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে আনন্দ র‍্যালি বের করে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় আনন্দ র‍্যালিতে গণঅধিকার পরিষদের উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।

ইএইচ

Link copied!