Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নবাবগঞ্জে আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল

নবাবগঞ্জ দোহার প্রতিনিধি

নবাবগঞ্জ দোহার প্রতিনিধি

সেপ্টেম্বর ৬, ২০২৪, ০৫:৫৯ পিএম


নবাবগঞ্জে আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে আব্দুল মান্নান স্মৃতি পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ৩টায় নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের নিজ বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নান বলেন, বিএনপি হামলা, মামলার রাজনীতিতে বিশ্বাস করে না। আমাদের দলে কোন চাঁদাবাজ, দখলবাজের স্থান নেই। আমাদের কোন নেতাকর্মী চাঁদাবাজি, দখলবাজিতে যুক্ত হলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। তার বিরুদ্ধে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ব্যবস্থা গ্রহণ করবে।

পুলিশকে উদ্দেশ্য করে বলেন, আপনারা কোন মিথ্যা মামলা নিবেন না। মিথ্যা মামলায় কোন লোককে ফাঁসানোর চেষ্টা করা হলে আপনার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ আমরা ব্যবস্থা নেব। এর আগে প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মী র‌্যালি করেন।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী দোহার নবাবগঞ্জের ৯৫ জন ছাত্রদের মাথায় জাতীয় পতাকা বেঁধে দিয়ে সম্মান জানানো হয়। একই সাথে আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা আব্দুল বাতেন।

বিএনপি নেতা আবেদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা হারুন অর রশিদ ওসমানী, আব্দুর রশিদ, তপন মোল্লা, পারভেজ বাবুল, মো. সেলিম চৌধুরী, আব্দুল আওয়াল, জসিম মোল্লা. আমজাদ হোসেন, শামীম খান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম রফিক, যুবদল নেতা ইমরান হোসেন, সিফাত হোসেন, ইলিয়াস মিয়া, সবুজ খান, কাজী আলম, কাউসার হোসেন, আফা নূর, ছাত্রদল নেতা মঈন খান তুষার, রুহুল আমিন সংগ্রাম, ইমরান হোসেন প্রমুখ।

ইএইচ

Link copied!