Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আন্দোলনে নিহত সুজনের পরিবারের পাশে বিজিবি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সেপ্টেম্বর ৬, ২০২৪, ০৭:২৯ পিএম


আন্দোলনে নিহত সুজনের পরিবারের পাশে বিজিবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের শহিদুল ইসলামের পুত্র সুজনের পরিবারকে সহযোগিতা করেছে বিজিবি।

এছাড়াও নিহত সুজনের পিতা শহিদুল ইসলামকে ব্যাটারি চালিত একটি ভ্যানগাড়ি, খাদ্যসামগ্রী ও হাঁসমুরগি দেয়া হয়েছে।  

এছাড়া আন্দোলনের সময় উপজেলার বুড়া সারডুবি গ্রামের ক্ষতিগ্রস্ত ১৭টি সংখ্যালঘু পরিবারের মাঝে গৃহনির্মাণ সামগ্রী, খাদ্যসামগ্রী, শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়ক সামগ্রী, স্কুল ব্যাগ, খাতা কলম ও পেন্সিল বক্স সেট বিতরণ করা হয়েছে।

তাদের বাড়ি-বাড়ি গিয়ে বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন, বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ পিএসসি।

এ সময় উপস্থিত ছিলেন তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুজাহিদ মাসুম পিএসসিসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।

বিতরণকালে বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ বলেন, স্থানীয় জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক বিজিবি এমন সহায়তা অতীতের ন্যায় আগামীতেও অব্যাহত থাকবে। তিনি সীমান্তে যে কোন কার্যক্রমে বিজিবিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তথ্য প্রদানে সকলের সহযোগিতা কামনা করেন।

ইএইচ

Link copied!