Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

গাজীপুরে ওয়ার্ড বিএনপির সভাপতিকে পিটিয়ে হত্যা

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ৬, ২০২৪, ০৭:৩৫ পিএম


গাজীপুরে ওয়ার্ড বিএনপির সভাপতিকে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালিগঞ্জে বিএনপি ওয়ার্ড সভাপতি এমদাদুল হক আকলুকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

তবে স্থানীয়রা বলছে, স্থানীয় রাজনৈতিক ক্ষমতার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে এ ঘটনা ঘটেছে।

এদিকে কালিগঞ্জ বিএনপির দাবি, আ.লীগের লোকজন পিটিয়ে তাকে হত্যা করেছে।

নিহত এমদাদুল হক আকলু (৬৫) গাজীপুরের কালিগঞ্জ উপজেলার মুক্তারপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি।

শুক্রবার দুপুর ১২ টায় কালিগঞ্জ উপজেলাধীন মুক্তারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড স্থানীয় নাশু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটেছে।

কালিগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মারুফ হোসেন বলেন, একজন বিএনপি নেতা খুন হয়েছে। লাশ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। হাসপাতালের প্রয়োজনীয় কাজ শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

তিনি বলেন, সংঘর্ষে বিএনপি, আ.লীগ মিক্স আছে। বিস্তারিত পরে জানানো হবে।

নিহত এমদাদুল হক আকলু দলীয় কোন্দলে নিহত হয়েছে কি না জানতে চাইলে গাজীপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান জানান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিন।

বিএনপির কালিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক বাবলু মিয়া বলেন, এমদাদুল হক আকলুকে গত আন্দোলনের সময় এলাকার আ.লীগের লোকজন ধরে পুলিশে দিয়েছিলো। আজ সকালে আকলু বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে ১০/১৫ জন আওয়ামী লীগের লোকজন তাকে বেধড়ক পিটিয়ে মেরে ফেলেছে।

ইএইচ

Link copied!