Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

তরুণরা আগামীতে নেতৃত্ব দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছ: নুর

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী প্রতিনিধি

সেপ্টেম্বর ৬, ২০২৪, ০৮:২২ পিএম


তরুণরা আগামীতে নেতৃত্ব দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছ: নুর

গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নুর বলেছেন, গত ৫৩ বছরে এই দেশের মানুষ অনেক স্বৈরাচারী ভোট ডাকাত সরকার দেখেছে। এই দেশে তরুণরা কারো লাঠিয়াল হওয়ার জন্য আন্দোলনে রক্ত ও জীবন দিবে না। এই দেশের তরুণরা আগামীতে নতুন বাংলাদেশ নির্মাণ নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে।

বলেছেন— শেখ হাসিনা খুব অহংকার করে বলেছিলেন আমি শেখ মুজিবের কন্যা, আমি দেশ ছেড়ে পালাই না। কিন্তু এই দেশের জনগণ যখন রাস্তায় নেমে এসেছেন, শেখ হাসিনা ঠিকই রাস্তা থেকে পালিয়েছেন। গত দেড় দশক ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সরকার বিরোধী আন্দোলন হয়েছে, শেখ হাসিনাকে পতন ঘটাতে পারেন নাই। ছাত্রজনতা সাধারণ মানুষ যখন রাজপথে নেমে এসেছে বুলেটের সামনে দাঁড়িয়ে গেছে তখন শেখ হাসিনা ও স্বৈরাচারের পতন হয়েছে। 

শুক্রবার পটুয়াখালীতে শহীদ মিনারের পাদদেশে গণ অধিকার পরিষদের সমাবেশে এসব কথা বলেন তিনি।

নূরুল হক নুর বলেন- গত ৫৩ বছর এদেশর মানুষ অনেক ফ্যাসিস্ট, স্বৈরাচার, ভোট ডাকাত দেখেছে, পরিষ্কার কথা এই দেশের তরুণরা বার বার রক্ত দিয়েছে জীবন দিয়েছে, কিন্তু আগামীতে তরুণরা কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হওয়ার জন্য রক্ত দেবে না জীবন দেবেন না। এই দেশের তরুণরা কারো লাঠিয়াল হওয়ার জন্য জীবন দেবেন না। এই দেশের তরুণরা আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, নতুন রাজনীতি প্রতিষ্ঠা করা জন্য নতুন ভাবে সংগঠিত হচ্ছে। পরিষ্কার কথা রাষ্ট্রের কর্তৃত্ববাদী আচরণ বিগত সরকারগুলোর কাছে আমরা দেখেছি আমাদেরও বিচার বিভাগ, আমাদেরও প্রশাসন এমন কোন প্রতিষ্ঠান নাই, যেটাকে আমরা জনবান্ধব বলতে পারি।

পটুয়াখালী জেলা সভাপতির সৈয়দ নজরুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু।

সমাবেশে পটুয়াখালী জেলার ৮টি উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেয়। বিকাল ৩ টা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সমাবেশে যুক্ত হয়। সমাবেশের শুরুতে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

ইএইচ

Link copied!