Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পাবনায় র‌্যাবের অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

পাবনা জেলা প্রতিনিধি:

পাবনা জেলা প্রতিনিধি:

সেপ্টেম্বর ৭, ২০২৪, ১২:০২ পিএম


পাবনায় র‌্যাবের অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

পাবনা জেলার সদর থানাধীন কুমিল্লী এলাকায় অভিযান চালিয়ে মো. সোলাই মন্ডল (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করে র‌্যাব-১২।

আজ শনিবার (০৭ সেপ্টেম্বর) রাত ০১.৩৫  ঘটিকায় কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান এর নেতৃত্বে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনার অভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, পাবনা জেলার সদর থানাধীন কুমিল্লী এলাকায় একজন মাদক কারবারি মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে কুমিল্লী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে এবং তার নিকট থেকে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ৪৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়।

বিআরইউ

 

Link copied!