নাটোর প্রতিনিধি:
সেপ্টেম্বর ৭, ২০২৪, ০৪:০৯ পিএম
নাটোর প্রতিনিধি:
সেপ্টেম্বর ৭, ২০২৪, ০৪:০৯ পিএম
নাটোর পৌরসভার রাস্তার উপর ছড়িয়ে থাকা ময়লা আবর্জনা নিয়ে এলাকাবাসীর অভিযোগ থাকলেও কোন সমাধান হয়নি। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের কাজের অবহেলা ছিল স্পষ্ট। জমে থাকা আবর্জনায় মশা-মাছির বৃদ্ধিতে যন্ত্রণায় অতিষ্ঠ ছিল নাটোর পৌরবাসী। এই ময়লা আবর্জনা থেকে নাটোর পৌরবাসীকে স্বস্তি দিতে ও ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা নেয়া হয়।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা মোড় এলাকায় থেকে স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু করে নাটোর পৌরসভা। এই অভিযানের শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও নাটোর পৌরসভার প্রশাসক মাছুদুর রহমান।
৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পর ছাত্র-ছাত্রীরা নিজ উদ্যোগে পৌরসভার অলি গলি রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কার করে একটা দৃষ্টান্ত তৈরি করে।
পৌরসভার বাসিন্দা সাইদুর রহমান ও জাহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে মাদ্রাসা মোড় এলাকার যত্রতত্র ময়লা আবর্জনা পড়ে থাকে। এই এলাকায় হোটেল ও বাসাবাড়ি সহ অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান বেশি হওয়ায় আবর্জনা বেশি হয়। সময়মতো আবর্জনা না তুলে নেওয়ায় ময়লার সাথে পানি মিশ্রিত হয়ে দুর্গন্ধ ছড়ায়। আর মশা মাছির সংখ্যা বৃদ্ধি পেয়ে জীবন অতিষ্ঠ হয়ে উঠে।
অভিযোগ জানালেও পৌরসভা যথোপযুক্ত ব্যবস্থা নেয়নি। অনেকদিন পর নাটোর পৌরসভার স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্যোগকে স্বাগত জানান তারা। সেই সাথে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বছরব্যাপী চলমান থাকবে বলে আশা করেন।
জেলা প্রশাসক বলেন, পৌরসভার ময়লা আবর্জনা পরিষ্কার করলে মশা মাছি জন্মাবে না। ফলে রোগ ছড়াবে কম। ডেঙ্গু, ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগ থেকে পৌরবাসী রক্ষা পাবে। পৌরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় প্রতিকীভাবে শুরু হওয়া নাটোর পৌরসভার এই পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।
এই অভিযানে নাটোর পৌরসভার নয়টি ওয়ার্ড এলাকায় কর্মকর্তা এবং পরিচ্ছন্নতাকর্মদের সহায়তায় মশা নিধনসহ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে হয়েছে। এছাড়াও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট এবং রোভার সদস্যবৃন্দ এই কার্যক্রমে সহযোগিতা প্রদান করেন।
তিনি এই অভিযানে পৌরবাসীর অংশগ্রহণ আশা করেন। এই কার্যক্রম সফল করতে লিফলেট বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রওশন আলী, নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হক এবং বাংলাদেশ রোভার রাজশাহী বিভাগের সহযোজিত সদস্য অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।
বিআরইউ