Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ৭, ২০২৪, ০৫:৩৫ পিএম


ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

ফরিদপুরের নগরকান্দার চরযশোরদি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার ওহিদুল বারী আলমের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার দিবাগত গভীর রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, চেয়ারম্যানের বসত বাড়িতে ঢুকে ১৫ থেকে ১৬ জনের একটি ডাকাত দল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটায়।

এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান আলম খন্দকার ও তার ভাই জামান খন্দকারের ঘরে থাকা প্রায় ৩০ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, বিষয়টির তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবর পেয়ে নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইএইচ

Link copied!