Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

পাবনায় নিহত জাহিদ ও নিলয়ের লাশ উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ

সফিক ইসলাম, পাবনা

সফিক ইসলাম, পাবনা

সেপ্টেম্বর ৭, ২০২৪, ০৫:৫৮ পিএম


পাবনায় নিহত জাহিদ ও নিলয়ের লাশ উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জাহিদ ও নিলয়ের লাশ উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের আব্দুল হামিদ সড়কসহ বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা সদর থানায় অবস্থান নেয়।

পরে শিক্ষার্থীরা পুলিশ সুপার কার্যালয়ে ও জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

শিক্ষার্থীরা বলেন, জাহিদ ও নিলয়ের লাশ ময়নাতদন্তের নামে শহীদ দুই শিক্ষার্থীদের অবমাননা করা হচ্ছে। প্রকাশ্যে হাজার হাজার শিক্ষার্থীদের মধ্যে সন্ত্রাসী খুনি সাঈদ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্মমভাবে গুলি চালিয়েছে আর এই প্রমাণই একজন আসামির জন্য অনেক প্রমাণ। আমরা তার দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির কার্যকর  দেখতে চাই।

পরে শিক্ষার্থীদের দাবির মুখে পাবনার নেজারত ডেপুটি কালেক্টর রফিকুল ইসলাম লাশ উত্তোলনের বিষয়টি স্থগিত করেন।

ইএইচ

Link copied!