Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গোয়ালন্দে আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সেপ্টেম্বর ৭, ২০২৪, ০৯:২৯ পিএম


গোয়ালন্দে আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় উজানচর ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও নৈরাজ্য বিরোধী আলোচনা ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৩টার সময় গোয়ালন্দ উপজেলা ৪নং উজানচর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে আলোচনা ও সহযোগী সম্মেলন এবং দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের সহকারী প্রফেসর আব্দুত তওয়াব।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আমির অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার নায়বে আমির মো. হাসমত আলী হাওলাদার, বাংলাদেশে জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলিমুজ্জামান, আদর্শ শিক্ষক ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. হেলান উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালন্দ উপজেলা শাখার আমির মো. গোলাম আজম মীরসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!