Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মধুপুরে জামায়াতে ইসলামীর কর্মীসভা অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ৮, ২০২৪, ১২:৪১ এএম


মধুপুরে জামায়াতে ইসলামীর কর্মীসভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে পৌর শহরের ৭নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭নং ওয়ার্ড শাখার আয়োজনে শনিবার বিকালে মধুপুর শহীদ স্মৃতি কলেজ মাঠে মধুপুর পৌরসভার জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ রিজোয়ানুল্লাহ খানের সভাপতিত্বে কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা কর্ম পরিষদের যুব ও ক্রীড়া সম্পাদক মাওলানা মো. বোরহানুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মধুপুর ও ধনবাড়ী উপজেলার সাবেক আমির মধুপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মধুপুর পৌরসভার সাারণ সম্পাদক মাওলানা মো. আবু সাঈদ, পৌরসভার কর্মপরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমান প্রমুখ।

এ সময় উপজেলা ও পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দসহ ৭নং ওয়ার্ডের নেতৃবৃন্দ ও কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!