Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নেত্রকোণা সদরে অসহায় কিরন ফকিরের জমি দখলের চেষ্টা

নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণা প্রতিনিধি :

সেপ্টেম্বর ৮, ২০২৪, ০১:৪৬ পিএম


নেত্রকোণা সদরে অসহায় কিরন ফকিরের জমি দখলের চেষ্টা

দেশে ক্ষমতার পট পরিবর্তনের সুযোগ নিয়ে একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র অসহায় পঙ্গু কিরন ফকিরের জমি দখলের পাঁয়তারা করছে বলে আদালতে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।

ঘটনাটি ঘটেছে নেত্রকোণা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের চুচুয়া গ্রামে।

মামলার বিবরণীতে প্রকাশ, চুচুয়া গ্রামের ফকির বাড়ির কিরন ফকির ১৯৯০ সনে একই গ্রামের প্রয়াত সৈয়দ আলী ফকিরের ছেলে প্রয়াত আব্দুল মান্নান ফকির ও প্রয়াত বোরহান উদ্দিন ফকির এর কাছ থেকে সাফ কাওলা মূলে ফসলি জমি ক্রয় করে সরকারি বিধি মোতাবেক সকল কাগজপত্র তৈরি ও নিয়মিত খাজনা পরিশোধ করে চাষাবাদ করে আসছিল।

কিন্তু দেশের ক্ষমতার পট পরির্বতনের সুযোগ নিয়ে মান্নান ফকিরের সন্তানেরা দীর্ঘ ৩৪ বছর পর কিরন ফকিরের স্বত্বঃদখলীয় জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে।

এব্যাপারে মামলার বাদী কিরন ফকিরের স্ত্রী ফাতেমা আক্তার বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে প্যারালাইজড হয়ে ঘরের বিছানায় দিন কাটাচ্ছে। এমতাবস্থায় সম্প্রতি মান্নান ফকিরের সন্তানেরা আমাদের কাছে বিক্রয়কৃত জমি তাদের দখলে নেয়ার জন্য আমাদেরকে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। আমাদের লোকবল না থাকায় আমরা নিরুপায় হয়ে আদালতে অভিযোগ দায়ের করেছি।

যার অভিযোগ নাম্বার -৬০৩। বিজ্ঞ বিচারক বিষয়টি আমলে নিয়ে নেত্রকোণা মডেল থানার ওসিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণে নির্দেশ প্রদান করে।

এব্যাপারে বিবাদী মান্নান ফকিরের মেয়ে লিপি আক্তার বলেন, আমার বাবা আমার মাকে বিয়ের সময় উক্ত জমি দান করেছিলেন। এত বছর পর আমরা বিষয়টি জানতে পেরে আমরা মায়ের জমি দখলের চেষ্টা করছি।

বিআরইউ 

Link copied!