Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সিরাজগঞ্জে মাইক্রোবাস-সিএনজির সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৮, ২০২৪, ০২:০৩ পিএম


সিরাজগঞ্জে মাইক্রোবাস-সিএনজির সংঘর্ষে নিহত ৫

সিরাজগঞ্জের কামারখন্দ উপদজেলায় সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত দুইজন আহত হয়েছেন।

রোববার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের ভদ্রঘাট কুঠিরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মবয়রা গ্রামের রাসেদুল ইসলাম, তাড়াশ উপজেলার ভাটড়া গ্রামের নুরুজ্জামান ও তারেক রহমান।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, সিরাজগঞ্জ থেকে নলকাগামি একটি সিএনজি অটোরিকশা কুঠিরচর এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই রাসেদুল, নুরুজ্জামান ও তারেক নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে আরও দুইজন মারা যান।

বিআরইউ

Link copied!