Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মনপুরার মেঘনা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মনপুরা (ভোলা) প্রতিনিধি

মনপুরা (ভোলা) প্রতিনিধি

সেপ্টেম্বর ৮, ২০২৪, ০২:২৭ পিএম


মনপুরার মেঘনা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

ভোলার মনপুরার মেঘনা নদী থেকে ভেসে আসা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক এলাকার পূর্ব পাশের মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি দেখতে শত শত মানুষ ভিড় জমায়।

স্থানীয়রা লাশটি নদীতে ভাসতে দেখে স্থানীয় গ্রাম পুলিশকে খবর দেয়।

পরবর্তীতে খবর পেয়ে মনপুরা থানা থেকে পুলিশ এসে লাশ টি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।

তবে, লাশটি ৪ দিন পূর্বে নিখোঁজ হওয়া বোরহানউদ্দিন উপজেলার এক জেলের লাশ বলে ধারণা করছেন তার পরিবার ও স্থানীয়রা।

এ বিষয়ে মনপুরা থানার ওসি (তদন্ত) তারিক হাসান জানান, লাশটি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ভোলায় মর্গে পাঠানো হবে।

ইএইচ

Link copied!