Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

দিনাজপুরে বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্প

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৪:০৬ পিএম


দিনাজপুরে বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্প
প্রতীকী ছবি

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষ্যে দিনাজপুরে বিনামূল্যে ফিজিওথেরাপি, পরামর্শ ও ইকুইপমেন্ট প্রদান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জেলার বিরল উপজেলায় আশা ধুকুরঝাড়ী সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রে ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী অনুষ্ঠিত এই ক্যাম্পে প্রায় শতাধিক রোগী বিনামূল্যে সেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানে আশা ধুকুরঝাড়ী সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট মিনারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন- মেডিকেল অফিসার তোরশা নোশিন, আশার ডিভিশনাল সিনিয়র শিক্ষা অফিসার আজাদুল হক, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট আশরাফুন নাহার, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

ইএইচ

Link copied!