Amar Sangbad
ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪,

মেঘনায় ভাঙ্গন, নদীগর্ভে ২০ ঘর-বাড়ি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৪:৩১ পিএম


মেঘনায় ভাঙ্গন, নদীগর্ভে ২০ ঘর-বাড়ি

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনায় নদীর ডিপুঘাট এলাকায় হঠাৎ ভাঙ্গনে ১০০ মিটার ভূমির ২০ টি ঘর-বাড়ি, যমুনা অয়েল কোম্পানির স্থাপনার  প্রতিরোধ দেয়াল, নামাজের ঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাত তিনটার দিকে হঠাৎ করে ভাঙন শুরু হয়। এই সময় অনেকেই ঘুমিয়ে থাকায় কিছু বুঝে উঠার আগেই এ ঘটনা ঘটে।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত ভাঙন অব্যাহত রয়েছে। ভোরে অনেকেই তাদের ঘরবাড়ি ভেঙে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগ নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের কারণেই এই ভাঙন শুরু হয়েছে। 

এছাড়াও নদী গ্রাস করেছে তীরবর্তী বাজারে প্রবেশের ৫০ মিটারের একটি বাইপাস পাঁকা সড়ক। ভাঙন অব্যাহত থাকায় হুমকিতে রয়েছে ২টি রেল-সেতু, কয়েক হাজার বস্তা সারের বিএডিসি গোডাউন এবং যমুনা, মেঘনা ও পদ্মা অয়েল কোম্পানি ডিপু।

ঘটনাস্থল পরিদর্শনে আসেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ান আহমেদ রাফি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়  ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

এই অবস্থায় দ্রুত ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্ট ও এলাকাবাসীর।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, তিনি জেলা প্রশাসক মহোদয় ও জেলা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছেন, দ্রুত ভাঙন রোধ  করতে জিও ব্যাগসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসকে/বিআরইউ

Link copied!