Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

যৌথ বাহিনীর অভিযানে ৪ রাউন্ড গুলি ও অস্ত্র উদ্ধার

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৫:৪১ পিএম


যৌথ বাহিনীর অভিযানে ৪ রাউন্ড গুলি ও অস্ত্র উদ্ধার

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের কালিশংকরপুর গ্রাম থেকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি দেশীয় রিভলভার ৪ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

এ ঘটনায় ওই গ্রামের রাশেদুজ্জামান (২৫) নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।

সে উপজেলার কালিশংকরপুর গ্রামের আকরাম মোল্লার পুত্র।

জানা গেছে, রোববার সকালে গোপন সংবাদের মাধ্যমে যৌথ বাহিনী জানতে পারে রাশেদুজ্জামানের বাড়িতে অস্ত্র গুলি ও মাদকদ্রব্য রয়েছে। অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ।

এ সময় আটক রাশেদুজ্জামানের বাড়িতে ঘরে মধ্যে ট্রাংক থেকে একটি দেশীয় রিভলভার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ১৫০সিসির একটি কালো পালসার মোটরসাইকেল, একটি রামদা, একটি চাকু এবং তার কাছ থেকে ২৮ হাজার পাঁচশত টাকা উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ।

এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক ঠাকুর দাশ মন্ডল বলেন, মহম্মদপুর থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

ইএইচ

Link copied!