Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

দিনাজপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৭:০৭ পিএম


দিনাজপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

দিনাজপুরে ‘বহু ভাষায় শিক্ষার প্রসার, পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৪ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।

বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখার সহকারী কমিশনার শারমিন বেগম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম, জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. ময়নুল হক প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো দিনাজপুরের অফিস সহকারী মো. আমিনুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

ইএইচ

Link copied!