Amar Sangbad
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪,

পাবনায় ডাবল মার্ডার মামলার রহস্য উদঘাটন

সফিক ইসলাম, পাবনা

সফিক ইসলাম, পাবনা

সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৭:১৮ পিএম


পাবনায় ডাবল মার্ডার মামলার রহস্য উদঘাটন

পাবনা বাস টার্মিনালে মাদক কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে মিলন হোসেন মধু আর মঞ্জু আলিকে কুপিয়ে হত্যা করেছেন আরেক মাদক বিক্রেতা সম্রাট শেখ।

পাবনার চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার রহস্য উদঘাটন ও জড়িত আসামিকে গ্রেপ্তার করে এ তথ্য জানিয়েছে পুলিশ।

রোববার দুপুরে এসব তথ্য জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম।

গ্রেপ্তারকৃত সম্রাট শেখ (৪০) পাবনা সদর উপজেলার কবিরপুর গ্রামের মৃত মিরাজ শেখের ছেলে।

আর নিহত মিলন হোসেন মধু (৪৫) পাবনা পৌর সদরের পূর্ব শালগাড়িয়া মহল্লার মৃত আরমান প্রামাণিকের ছেলে এবং মঞ্জু আলী (৪০) দক্ষিণ রাঘবপুর মহল্লার মৃত নুর আলীর ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, চাঞ্চল্যকর ডাবল হত্যা মামলার রহস্য উদঘাটন ও জড়িত আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামি সম্রাট শেখ।    ঘটনার পর পাবনা থেকে পালিয়ে পটুয়াখালী জেলায় আত্মগোপন করে ।

জেলা গোয়েন্দা পুলিশ ও পাবনা সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৫ সেপ্টেম্বর ভোরে পটুয়াখালী সদর উপজেলার বোতলবুনিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার করা হয় হত্যা কাণ্ডে ব্যবহৃত চাকু।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িত আসামি সম্রাট এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে। মূলত মাদক ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে এই ডাবল মার্ডার সংঘটিত হয়েছে।

আসামি সম্রাট শনিবার আদালতে হত্যাকাণ্ডে দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহজতে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

ইএইচ

Link copied!