Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পল্লী বিদ্যুতের ডিজিএমের অপসারণ দাবিতে মানববন্ধন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৭:৫০ পিএম


পল্লী বিদ্যুতের ডিজিএমের অপসারণ দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির নবীনগর উপজেলা জোনাল অফিসের ডিজিএমের অপসারণের দাবিতে ছাত্র-জনতা স্থানীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মানববন্ধনে বক্তারা পল্লী বিদ্যুৎ নবীনগর জোনাল অফিসের ডিজিএম আসাদুজ্জামান ভুঁইয়ার বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরে বলেন, তিনি গ্রাহকদের সাথে দুর্ব্যবহার, মিথ্যাচার, মিটার বাণিজ্য, মাসোয়ার গ্রহণ, গ্রাহকদের হয়রানি, ভৌতিক বিল ও দালাল চক্র তৈরি রামরাজত্ব কায়েম করেছেন।

তারা দ্রুত তার অপসারণ ও পল্লী বিদ্যুৎ যে সকল অযৌক্তিক বিভিন্ন চার্জ যেমন মিটার ভাড়া, ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ বাতিলসহ গ্রাহকদের গলাকাটা কালাকানুন বাতিল ও সমিতি সংস্কারের জোর দাবি জানান।

তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের সদয় দৃষ্টি কামনা করেছেন।

নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটুর সভাপতিত্বে বক্তব্য দেন, মো. জামাল হোসেন, মো. জাকির হোসেন, সোহেল খান, আব্দুল্লা আল মামুন, মোসলেম উদ্দিন, শাওন আহম্মেদ, সোহরাব হোসেন, শিউলি বেগম প্রমুখ।

ইএইচ

Link copied!