Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

সমন্বয়ক ইস্যুতে হাসনাত আব্দুল্লাহর সামনে হাতাহাতি

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৮:১৪ পিএম


সমন্বয়ক ইস্যুতে হাসনাত আব্দুল্লাহর সামনে হাতাহাতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময়কালে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর সামনেই এ ঘটনা ঘটে।

এ সময় কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ, কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত রাফিসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ শিক্ষার্থীদের বিভিন্ন মতামত ও প্রশ্নের আলোকে উত্তর দিচ্ছিলেন।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে থেকে একজন প্রশ্ন জানাতে গিয়ে ‍‍`আজকে যারা সমন্বয়ক নাম দিয়ে, আন্দোলনের অংশগ্রহণের নাম দিয়ে আছড়াচ্ছেন তারা শেখ হাসিনার দোসর ছিল‍‍` বললে শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতির পর্যায়ে গেলে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানান।

কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে সরকারের পতন আন্দোলনে চট্টগ্রামের এক শহীদ সন্তানের বাবা বক্তব্য রাখেন।

ইএইচ

Link copied!