Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দোহার ও নবাবগঞ্জে দুই উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান

দোহার (ঢাকা) প্রতিনিধি

দোহার (ঢাকা) প্রতিনিধি

সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৮:৫৪ পিএম


দোহার ও নবাবগঞ্জে দুই উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান

ঢাকার দোহার ও নবাবগঞ্জে দুই নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান করেছেন।

দোহার উপজেলা অফিস সূত্র জানায়, ইলোরা ইয়াসমীন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে রোববার তার কার্যালয়ে যোগদান করেছেন এবং বিষয়টি জেলা প্রশাসককে অবগত করেছেন।

অপরদিকে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দিলরুবা ইসলাম নবাবগঞ্জে তার কার্যালয়ে রোববার উপস্থিত ছিলেন।

জানা যায়, নবাবগঞ্জ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানকে পার্বতীপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

তার স্থানে দিলরুবা ইসলামকে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিষয়টি ঢাকা জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ফারজানা জামান গণমাধ্যম নিশ্চিত করেছেন।

ইএইচ

Link copied!