Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মধুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ৯, ২০২৪, ১২:২২ এএম


মধুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া

টাঙ্গাইলের মধুপুরের কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর উচ্চ বিদ্যালয় মাঠে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে কুড়ালিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শমসের আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রতন হায়দার, সহ-সভাপতি মো. রেজাউল করিম সিদ্দিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেনসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলা দল ও অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মনজুরুল ইসলাম।

ইএইচ

Link copied!