Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল ইপিজেডের দুই কর্মীর

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

সেপ্টেম্বর ৯, ২০২৪, ০৯:৩৩ এএম


কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল ইপিজেডের দুই কর্মীর

কুমিল্লা ইপিজেডের সামনে কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুইজনেই কুমিল্লা ইপিজেডের একটি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন বলে খবর পাওয়া গেছে।

রোববার রাত ৯টায় কুমিল্লার সদর উপজেলার ইয়াছিন মার্কেট এলাকার গেটে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন।

নিহতরা হলেন- টাঙ্গাইলের নারুন্দা এলাকার মজনু মিয়ার ছেলে হাসান মিয়া (২৪) ও খুলনার বানিশান্তা এলাকার হুমায়ুন হোসেনের ছেলে মাসুম হোসাইন (২৯)।

ইপিজেড পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, ‘ছুটি হওয়ার পর কুমিল্লা ইপিজেডের দুজন কর্মী মোটরসাইকেল যোগে গেট থেকে বের হন। এসময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে তারা ঘটনাস্থলেই মারা যান।’

তিনি আরও জানান, ‘ঘাতক কাভার্ডভ্যানটি আমাদের হেফাজতে রয়েছে। তবে সেটির চালক ও সহকারী পালিয়েছে। দুই শ্রমিকের দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

ইএইচ

Link copied!