Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বরিশালে ইসলামী যুব আন্দোলনের সদস্য হলেন তিন হিন্দু যুবক

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

সেপ্টেম্বর ৯, ২০২৪, ০৩:৩৩ পিএম


বরিশালে ইসলামী যুব আন্দোলনের সদস্য হলেন তিন হিন্দু যুবক

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন ইসলামী যুব আন্দোলনের সদস্য হলেন হিন্দু সম্প্রদায়ের ৩ যুবক।

রোববার তারা সদস্য হয় বলে জানান যুব আন্দোলনের জেলার নেতা এইচএম সানাউল্লাহ।

তিনি জানান, ইসলামী আন্দোলনের কার্যক্রমকে ভালোবেসে অনুপ্রাণিত হয়ে স্ব ইচ্ছায় সদস্য হয়েছেন সঞ্জয় বিশ্বাস, বাধন বিশ্বাস ও অনিক বাড়ৈ।

উপজেলার রাজিহার ইউনিয়নে ইসলামী আন্দোলনের সদস্য সংগ্রহ অনুষ্ঠানে দুই শতাধিক নতুন সদস্য হয়। এরমধ্যে তিনজন হিন্দু ধর্মাবলম্বী যুবক স্ব-ইচ্ছায় সদস্য হন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য সংগ্রহের টিমে ছিলেন আগৈলঝাড়া উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি রাসেল সর্দার মেহেদী ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি নাসির শাহ্।

ইএইচ

Link copied!