Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪,

আসামি পলায়নে ওসিসহ ৪ পুলিশ প্রত্যাহার চট্টগ্রামে

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

সেপ্টেম্বর ৯, ২০২৪, ০৬:৩৬ পিএম


আসামি পলায়নে ওসিসহ ৪ পুলিশ প্রত্যাহার চট্টগ্রামে

চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলামসহ ৪ পুলিশকে প্রত্যাহার করা হয়।থানা থেকে আসামি পলায়নের অভিযোগে এই প্রত্যাহার আদেশ দেন।

রবিবার (৯ সেপ্টেম্বর) সাইফুল ইসলাম নামে আসামিকে ধরে থানা পুলিশকে সোপর্দ করেন এলাকাবাসী। তবে ওই আসামি থানা থেকে পালিয়ে যায়।

ওসি রাশেদুল ইসলামকে সরিয়ে আরিফুর রহমানকে দায়িত্ব দেন বলে নিশ্চিত করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান। তিনি আরো বলেন, পলাতক আসামিকে আটক করতে কাজ করছে পুলিশ। এদিকে আসামি পালানোর ঘটনায় এলাকাবাসী মনে ক্ষোভ দেখা দেয়।

আর-এস

Link copied!