Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আজমিরীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত শতাধিক

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ৯, ২০২৪, ০৭:১৪ পিএম


আজমিরীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত শতাধিক

আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা পশ্চিমভাগে ছোট বাচ্চাদের ঝগড়া কে কেন্দ্র করে ২ঘন্টা রক্তক্ষয়ী সংঘর্ষে আহত প্রায় শতাধিক । সোমবার (৯ সেপ্টেম্বর) আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে পশ্চিমবাগ কদম তারা গ্রামে । 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় শিবপাশা ইউনিয়নে পশ্চিমবাগ কদম তারা গ্রামের দুলু মেম্বার ও মলাই মিয়া দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। গত রবিবার বিকেলে দুলু মেম্বারের ছেলে ও মলাই মিয়ার ভাতিজার মধ্যে ঝগড়া হয় । এই নিয়ে গত রবিবার রাতে উভয় পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিশেষে শালিশের মাধ্যমে উভয় পক্ষকে শান্ত করা হয়। এরই জের ধরে সোমবার সকাল ১০ঘটিকায় দুই পক্ষের মহিলাদের কথা-কাটাকাটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ জড়িয়ে পরে দুই গ্রুপের লোকজন।  দীর্ঘ ২ ঘন্টা সংঘর্ষের পর শিবপাশা ফাঁড়ির পুলিশ ও এলাকার লোক জনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এতে উভয় পক্ষে শতাধিক আহত হয়। আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এখন ও পরিস্থিতি স্বাভাবিক হলে ও এলাকায় থমথমে বিরাজ করছে।

এই বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ডালিম আহমেদ বলেন,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দু‍‍`পক্ষের সংঘর্ষ হয়েছিলো আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি, এই বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরএস

 

 

Link copied!