Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাঙ্গাবালীতে বিএনপির সম্পাদককে ফুলেল শুভেচ্ছা

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

সেপ্টেম্বর ৯, ২০২৪, ০৮:০০ পিএম


রাঙ্গাবালীতে বিএনপির সম্পাদককে ফুলেল শুভেচ্ছা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. হারুন হাওলাদারের আগমনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নেতাকর্মীদের। 

সোমবার বিকেলে উপজেলার কোড়ালিয়া লঞ্চঘাটে শুভেচ্ছা জানানোর পরে হাজারো নেতাকর্মী নিয়ে মোটরসাইকেল শোডাউন করে সদরের গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে শুভেচ্ছা মিছিল দেয়া হয়। এতে অন্তত কয়েক হাজার মানুষের উপস্থিতি ছিলেন।

জানা গেছে, ২০২২ সালের ডিসেম্বরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম শামীম মৃত্যুবরণ করেন। যার ফলে দীর্ঘদিন পদটি শূন্য রয়েছে। এমতাবস্থায় সংগঠনের কার্যক্রম গতিশীল করতে ও দলের বৃহৎ ঐক্যের স্বার্থে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন হাওলাদারকে শূন্য পদে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।  বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এসময় উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) হারুন হাওলাদার বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এই আন্দোলনের তোরে দেশের ফ্যাসিবাদি সরকার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেও তার দোসররা এখনও নানা ব্যাসে গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। এই ষড়যন্ত্র নস্যাত্ব করতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পটুয়াখালী-৪ আসনের মা-মাটি ও গণমানুষের নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ভাইয়ের হাতকে শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর। আমাদের এখন মূল লক্ষ্য সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান করতে উপজেলা বিএনপিসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আরও তৎপর থাকতে হবে।’

আরএস
 

Link copied!