Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মধুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

সেপ্টেম্বর ১০, ২০২৪, ১২:০০ এএম


মধুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে বিএনপি নেতা আনোয়ার হোসেনকে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মধুপুরের সর্বস্তরের জনগণের আয়োজনে সোমবার বিকালে বিএনপিসহ সর্বস্তরের জনগণ শহরে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন। মিছিলে হাজারো জনতার ঢল নামে।

মিছিল শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর মধুপুরের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন- বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর তালুকদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, সাবেক যুগ্ম সম্পাদক আসাদ সরকার প্রমুখ।

বক্তারা বলেন. শনিবার বিকালে মধুপুর উপজেলার ধলপুর এলাকায় ধলপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাজনৈতিক জনসভায় প্রকাশ্যে বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বিএনপি নেতা আনোয়ার হোসেনের হাত পা কেটে ফেলার এবং প্রাণনাশের হুমকি দেন।

হুমকিমূলক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বক্তারা হুমকিদাতা নাছির উদ্দিনের বিচার দাবি করেন।

এ ব্যাপারে বিএনপি নেতা আনোয়ার হোসেন বাদী হয়ে মধুপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

ইএইচ

Link copied!