Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চট্টগ্রামে বিডিআর কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম ব্যুরো:

সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৩:৩০ পিএম


চট্টগ্রামে বিডিআর কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান

নির্বাহী আদেশে বাতিল চেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন বিডিআর কল্যাণ পরিষদ।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিডিআর কল্যাণ পরিষদ চট্টগ্রামের পক্ষ হতে স্মারকলিপি প্রদান এবং প্রেস ব্রিফিং করেন চট্টগ্রাম বিডিআর কল্যাণ পরিষদ।

উপদেষ্টা মো. আব্দুল হাকিম ও জনাব মো. শাহজাহান সহ জেলার অন্যান্য চাকরি চ্যুত বিডিআর সদস্য গণ উপস্থিত থেকে তাদের চাকরিতে পুনর্বহালের আবেদন জানান।

২০০৯ সালে ২৫ ও ২৬  ফেব্রুয়ারি ঘটে যাওয়া ইতিহাসের নারকীয় হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান এবং সেই সময়ের গঠিত প্রহসনের বিশেষ আদালতের সমস্ত কার্যক্রম নির্বাহী আদেশের মাধ্যমে  বাতিলের দাবি জানান।

এ সময় বক্তারা তাদের উপর নির্যাতনের বর্ণনা এবং দীর্ঘদিনের মানবেতর জীবন যাপনের কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার একান্ত সুদৃষ্টি কামনা করেন।

বিআরইউ

Link copied!